মুরাদনগরে রাতেই অবৈধ ড্রেজিং ও মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর অভিযান    

মো.আনোয়ার হোসাইন,কুমিল্লা:
কুমিল্লা মুরাদনগরে বৃহস্পতিবার  (২৩ জানুয়ারি) রাতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী কর্তৃক অবৈধ ড্রেজিং এবং মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
রামচন্দ্রপুর এর বি.চাপিতলা কুড়ের পাড় ব্রিজ সংলগ্ন হতে  ০২ টি ড্রেজার ও প্রায় ১০০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
রামচন্দ্রপুর এর কাঠালিকান্দি হতে কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী _১.ইব্রাহিম ২.সবির ৩.রিয়াজুল করিম ৪.কাউসার পিং-তাজুল ইসলাম ৫.সালা উদ্দিন ৬.মোঃ হুসাইন নামের ০৬ জনকে ০৬ টি মামলায় মোট=৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা)  অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড  প্রদান করা হয়। এবং ০৬ টি ট্রাক্টর আটক করা হয় এবং ০২ টি ব্যাটারি জব্দ করা হয়।
উল্লেখ্য : মুরাদনগর উপজেলা এসিল্যান্ড সাকিব হাসান খান  জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।