মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলা, মহালছড়ি সরকারি স্কুলের মাঠেই ২৬ জানুয়ারী (রবিবার) শীতে বিপর্যস্ত অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী, বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোসাইটির পক্ষ মহালছড়ি উপজেলা মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা উপস্থিতিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির। এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিনিধি।
মহালছড়ি উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি রেড ক্রিসেন্ট সোসাইটি পাশাপাশি শীতার্ত দুস্থদের সহায়তা প্রদানে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরাসরি অথবা রেড ক্রিসেন্টের সহায়তায় কম্বল বিতরণের আহ্বান জানান।