ভূজপুরে এক সাংবাদিকে গুলি করে মারার হুমকির অভিযোগ

মু. আজিজ, ভূজপুর

গত ২৬ জানুয়ারি( রবিবার) সকাল আনুমানিক ১১ টার সময়, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি সাংবাদিক মু. অলিউল্লা -ভূজপুর থানার অন্তর্গত হরুয়ালছড়ি ইউপির ১ নং ওয়ার্ড ফটিকছড়ি খাল এলাকায়, এক জরুরী কাজে গেলে। সেখানে দেখতে পান ফটিকছড়ি খাল থেকে কিছু লোকজন মিলে বালু তুলছে।

তাৎক্ষণিক সাংবাদিক অলিউল্লা ঐ- স্থানের বেশ কয়েকটা ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে কিছু সময় অপেক্ষার পর -বাড়ির উদ্দেশ্যে রওয়ান কালে বালু খেকো ইদ্রিস বাবুর্চী( ৩৫)পিতা -জানিআলম, নামে এক ব্যক্তি ফোন করে আন্দার মানিকে নামক স্থানে ডেকে নিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করে, এবং সাংবাদিক অলিউল্লাহ মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
মোবাইল নিতে না পেরে – গুলি করে মেরে ফেলার হুমকি দমকি প্রদান করেন, পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করে  পার্শ্ববর্তী থানা ভূজপুর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে অভিযুক্ত ব্যাক্তি (ইদ্রিস বাবুর্চী) কছে জানতে চাইলে তিনি এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে অস্বীকার করেন।
ভূজপুর থানা ডিউটি অফিসার ও এস’আই মাহবুব আলম’ জানান, এটির তদন্ত চলছে থানা পক্ষ প্রমানের অপেক্ষায় রয়েছে, প্রমান পাওয়া গেলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।