মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি:
খাগড়াছড়ি জেলার মহালছড়ির মাইসছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া দোকানদার ও পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
২৮ জানুয়ারি(মঙ্গলবার) ৪ টার দিকে মহালছড়ি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেহ আহমেদ আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থলে যায়।আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ ও ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও প্রত্যেককে ৫ হাজার টাকার চেক
বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর পক্ষে মহালছড়ি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেহ আহমেদ।
এই সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলার পিআইও কর্মকর্তা মো: সুমন মিয়া, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা ও মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ মাইসছড়ি ইউপির গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৫ জানুয়ারী বিদুৎ এর শর্টসার্কিটের কারনে আগুন লাগলে মাইসছড়ি বাজারের দুটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও একটি বসত বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়।