টেকনাফে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-১

এম এ হাসান, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ উপজেলা সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ পূর্ব পাড়া হতে ০১ টি বিদেশি পিস্তলসহ ১জন সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পূর্ব পাড়া এলাকায় একজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে গভীর রাতে বিসিজি টেকনাফ আউটপোস্ট শাহপরী দ্বীপ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে ০১টি ৯ এমএম বিদেশি পিস্তল, ০১টি পিস্তলের ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড তাজা গোলাসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোজা আলম (২৭) কে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।