দ্বীনি শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষায় সুনাগরিক গড়ে তোলতে হবে – মাওলানা গোলামুর রহমান 

আল্লামা হাফেজ মো. বজলুর রহমান রহ. সুন্নি নুরানী মাদ্রাসার ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রসারে উপমহাদেশের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত আল্লামা হাফেজ শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর নামে প্রতিষ্ঠিত বোয়ালখালী জৈষ্ঠপুরা ফতেয়ারখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) সুন্নী নুরানী এবতেদায়ী মাদ্রাসার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ২৮ জানুয়ারী  (মঙ্গলবার) উদযাপিত হয় । এই ্উপলক্ষে এক আজিমুশশান জসনে ঈদে মিলাদুন্নবী সাল্লল্লাহু আলাইহে ওয়া সাল্লাম মাহফিল ও সালানা জলসা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য মোজাহেদে আহলে সুন্নাত পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ অহিদুল আলম ওয়াহিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গুনীয়া রানীরহাট ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক বিশিষ্ঠ ওয়ায়েজিন আলহাজ¦ মাওলানা গাজী মুহাম্মদ আবুল কালাম বয়ানী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুন্নি নুরানি বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা সাইফুদ্দিন নুরানী, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, প্রবীণ শিক্ষক মাওলানা মাহফুজুল হক আলকাদেরী । শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার সওদাগর, ইকবাল হোসাইন আমিরি,নজরুল ইসলাম চৌধুরী, মমতাজুল ইসলাম,মফিজুর হমান ,আবদুল্লাহ, মাওলানা আবদুশ শাকুর প্রমুখ । সভাপতির বক্তব্যে পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) বলেন – দ্বীনি শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষায় সুনাগরিক গড়ে তোলতে হবে । দেশ,জাতি ও সমাজ বিনির্মানে অবদান রাখতে হবে । মিলাদ কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শেষ হয় । এতে আখেরী মোনাজাত করেন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) ।