২০২৪-২০২৫ অর্থবছরের দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি  উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস পালিত

বিশ্বজিৎ সরকার রনি, ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের সরকার পাড়ায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘বারি গম-৩২ জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০জানুয়ারি)  বিকেলে মোহাম্মদপুর ইউনিয়নের সরকারপাড়ার কৃষক মোঃ আকবর আলীর  বাড়ির উঠানে  ২০২৪-২০২৫ অর্থবছরের গম জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই মাঠ দিবস পালিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  মোঃ নাসিরুল আলমের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও  অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মোঃ।
আলমগীর কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের এ সি পি মোঃআব্দুল  খালেক সহ আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রী বরুণ কুমার রায় ও মার্তুজা আফরিন এছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিয়নের কৃষক-কৃষাণী, বিভিন্ন পেশা শ্রেণির মানুষ এবং সাংবাদিকবৃন্দ।
উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা নাফিসা বানুর  সঞ্চালনায় মাঠ দিবসে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বক্তারা বলেন গম আমাদের একটি অত্যন্ত মূল্যবান ফসল যার সাহায্যে আমদের অর্থনৈতিক উপকার হয় এবং শারীরের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসল। এজন্যই  গমের আবাদে সকল কৃষক ভাইদের  এগিয়ে আসতে হবে।
মাঠ দিবসে অতিথিরা আরো বলেন, গম জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ বছর এই ইউনিয়নের আরাজি পস্তমপুর  ৩১ নাম্বার ব্লকের ৩০ একর জমিতে গম চাষ করেছে চাষিরা। বিদেশ থেকে আমদানি কমিয়ে গম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এসব প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় স্বল্পকালীন ফসল বাদাম, সরিষা, সয়াবিন, সূর্যমুখী ও তিল চাষ বৃদ্ধির জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হয়। মাঠ দিবস সভার আগে অতিথিবৃন্দ গম বারি-৩২ জাত ফসলের প্রদর্শনী পরিদর্শন করেন।