মহালছড়ি মাস্টার পাড়া সড়কে ৩০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা সদরে প্রাণ কেন্দ্র একটি গ্রামীণ সড়কে ইট বিছানোর অন্তত ৩০ বছর পরেও হয়নি সংস্কার ও উন্নয়ন। মহালছড়ি উপজেলা মূল সড়কের সাথে মাস্টার পাড়া সড়কে ইটের সলিং (এইচবিবি) নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ।

এতে ভোগান্তিতে পড়েছে উপজেলার মাস্টার পাড়া গ্রামবাসীসহ আশপাশের বাসিন্দা। মাস্টার পাড়া প্রায়ই তিন শতাধিক পরিবার বসবাস করে।এই সড়কটি মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রায়াত দিপালু চাকমা ৩০ বছর পূর্বে নির্মাণ করেন।ওই সড়ক দিয়ে অসংখ্য মানুষ চলাচল করেন। বর্ষায় সড়কে ভোগান্তি বেড়ে যায় কয়েকগুণ। সড়কটি পিচ ঢালাইয়ের জন্য জেলা প্রকৌশলীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী।

মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার পাড়া বাসিন্দা বিশ্বজিৎ মজুমদার বলেন, সড়কের বিভিন্নস্থানে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ফলে এই সড়ক দিয়ে যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা খালেদ মাসুদ সাগর বলেন, সড়কের অধিকাংশ জায়গাই ভাঙা। বিগত সরকারের আমলে যখন জাতীয় ও স্থানীয় নির্বাচন সময়ে জনপ্রতিনিধি বারংবার মাস্টার পাড়া সড়ক টা নির্মাণ আস্বস্ত করলে নির্বাচনের পরবর্তী সময়ে জনপ্রতিনিধি উক্ত সড়ক টা নির্মাণ করতে ব্যর্থ হয়।২৫-৩০ বছর ধরে এভাবেই পড়ে আছে মহালছড়ি উপজেলা জনবসতি এলাকার এই সড়কটি। এ সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে আমাদের দুর্ভোগ পোহাতে হয়।