মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা:
ফুরফুরা শরীফের পীর আব্দুল্লাহীল মারুফ সিদ্দিকী আল কুরাইশী’র শুভাগমন ও মুহাদ্দিস
মুফতী আবুল হাশেম (রহঃ) স্বরণে ফতেহাবাদ সিদ্দিকীয়া দরবার শরিফেরের ১৬তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন।
রবিবার (২ফেব্রুয়ারী) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ সিদ্দিকীয়া দরবার শরীফে হাজারো ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে ইছালে ছাওয়াবের মাহফিলে দেশবরেণ্য ওলামা মাশায়েখগণ কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেন।
এতে সভাপতিত্ব করেন ধামতী দরবার শরীফের গদ্দিনিশীন মো: বাহাদুর আহমেদ পীর সাহেব। আখেরী মোনাজাত পরিচালনা করেন ফতেহাবাদ সিদ্দিকীয়া দরবার শরীফের পীর একেএম মুহিবুল্লাহ হাশেমী।
মোনাজাতের সময় মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে এলাকাজুড়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
ইছালে ছাওয়াবের মাহফিলে বাদ মাগরিব জিকিরের তালিম দেন ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব আব্দুল্লাহীল মারুফ সিদ্দিকী আল কুরাইশী। এসময় তিনি তওবা-ইস্তেগফার ও জিকির-আজকারের মাধ্যমে দ্বীনের ওপর মজবুত থাকার উপদেশ