কাউছারুল ইসলাম, মহালছড়ি :
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারী) দুপুরে মহালছড়ি উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহালছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক সহ প্রমুখ। এসময় মহালছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিাত ছিলেন।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,শেখ হাসিনার ছাত্রলীগ কে বর্তমান অন্তবর্তীকালীন সরকার নিষিদ্ধ ছাত্র সংগঠন করেছেন।শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসর তথাকথিত ছাত্রলীগ দেশকে অস্থিাতিশীল পরিস্থিাতি সৃষ্টির পয়তারা করছে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ও শিক্ষার্থীদের উপর হামলাকারীরা প্রকাশ্যে ঘুরছে। প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করবো।