বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার বার্ষিক মিলন মেলা ২২ মার্চ মঙ্গলবার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টস্থ প্যাসিফিক বীচ লাউঞ্জ ক্যাফেতে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই মিলন মেলায় কক্সবাজারের ১২০টি রেস্তোঁরার মালিক ও
কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের অংশগ্রহনে সাংস্কৃতিক, ক্রীড়া ও র্যাফেল ড্র, মধ্যাহ্নভোজ সহ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে মিল
মেলাকে মনোমুগ্ধকর পরিবেশের আবহ সৃষ্টি হয়।
মিলন মেলায় উপস্থিত ছিলেন রেস্তোঁরা মালিক সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গরা। এসময় রং বেরং এর বেলুন উড়িয়ে রেস্তোঁরা মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম মিলন মেলার শুভ সুচনা করেন এবং আগত অতিথিদের অভ্যর্থনা জানান। এছাড়াও মিলন মেলায় অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি কামরুল
ইসলাম, সহ-সভাপতি শরাফত উল্লাহ বাবুল সিকদার, সহ-সভাপতি কাশেম আলী, সহ-সভাপতি আবু বাকের ছিদ্দিক, সহ-সভাপতি জসিম
উদ্দিন তালুকদার, কার্যনির্বাহী সদস্য রফিকুল কাদের, কার্যনির্বাহী সদস্য মোঃ আবু মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, অর্থ সম্পাদক মোঃ মাসুদ আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রূপা পাশা, ক্রীড়া সম্পাদক মাহবুব আলম, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা
সম্পাদক মোঃ কামাল, নুরুল কবির পাশা সহ প্রমুখ নেতৃবৃন্দরা।
Discussion about this post