কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
বৃহষ্পতিবার (২৪ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রফিক আহমদ।
জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্তমান সরকার টিসিবির মাধ্যমে সারাদেশের এককোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে চলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তথা তেল, ডাল, চিনি বিক্রয় কার্যক্রম।
এর ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন কর্তৃক বেঁধে দেয়া পুর্ব নির্ধারিত সিডিউল মতে পোকখালী ইউনিয়ন পরিষদে ১৭১৭টি পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ শুরু হলো।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের নির্দেশে ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার বাবু প্রীতিময় খিসার উপস্থিতিতে চলেছে এ কার্যক্রম।
এ সময় ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সচিব নুরুল কাদের,দায়িত্বপ্রাপ্ত ডিলার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post