মুক্তিযুদ্ধকে জানতে হলে নতুন প্রজন্মকে বইমুখী হওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরও সর্বোচ্চ সম্মানের আসনে বসাতে হবে। বাংলার কোটি কোটি মানুষ যার প্রতি আস্থা রেখে নিজের জীবনকে বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনিই জাতির জনক। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বাঙ্গালী ভুল করেনি, তার প্রমান মাত্র ন’মাসে বিজয় অর্জন।স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী উদ্ যাপন উপলক্ষে সাহিত্য,সংস্কৃতি ও মানবিক সংগঠন ‘বয়ান শিল্পাঙ্গন’ এর ‘হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় মুক্তিযুদ্ধ’ শীর্ষক অনুষ্ঠানে বরেণ্য নাট্যজন প্রদীপ দেওয়ানজী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার তুষার কান্তি নাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম এর যুগ্ম সম্পাদক ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম এর সভাপতি হাসান জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা সুরজিত দাশ, মুক্তিযু্দ্ধ গবেষক জামশেদ উদ্দীন,প্রগতিশীল ব্যক্তিত্ব সঞ্জয় বণিক। বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট নাট্য নির্দেশক ও আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর বলেন ‘মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম ও মুক্তিযুদ্ধে অংশ নিতে সুযোগ পাননি এমন কেউ চায়লেই জীবনে অনেক বড় বড় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হতে পারবে কিন্তু একজন মুক্তিযোদ্ধা হতে পারবেন না। একজন বঙ্গবন্ধু হতে পারবেন না। চেতনায় মুক্তিযুদ্ধকে লালন করে ও বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে বয়ান শিল্পাঙ্গন নিরন্তর এগিয়ে চলবে এই কামনা।’ আবৃত্তিশিল্পী হামিদ উদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কবি নাফিক আবদুল্লাহ ও বিনোদন সাংবাদিক নাসির হোসাইন জীবন এবং আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম এর সাংগঠনিক সম্পাদক মেজবাহ চৌধুরী,আবৃত্তিশিল্পী নাসরীন হীরা,আবৃত্তিশিল্পী মন্দিরা,কবি ও আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দি, শিশু আবৃত্তিশিল্পী এঞ্জেলা, আবৃত্তিশিল্পী শওকত শ্রাবণ,কবি ফারজানা আফরোজ ও সংগঠক সুজন পাল। কবি রশিদ উদ্দীনের চমৎকার কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post