আগামী ২৫ ও ২৬শে মার্চ চেরাগি পাহাড়ের লুসাই ভবনের সামনে ‘সবুজ তারুণ্য’ সংগঠন আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপনে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব’। উক্ত আয়োজনে থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক আয়োজন ও রক কনসার্ট। ২৫ শে মার্চ শুক্রবার বিকাল ৪ টায় স্বাধীনতা উৎসবের উদ্বোধন হবে, পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় ২৫ শে মার্চের কালরাতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হবে।
২৬ শে মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত এর মাধ্যমে দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে। সকাল ১০ টায় শিশুদের অংশগ্রহনে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা পূরষ্কারে ভূষিত, বোধন আবৃত্তি সংঠনের আবৃত্তি পরিবেশনা ও অতিথিদের উপস্থিতিতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করবে তীরন্দাজ, ম্যাট্রিক্যাল, এ্যামেচার ও রিফ্লেকশন। দুদিনব্যাপী স্বাধীনতা উৎসব সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
Discussion about this post