সরকারি নিয়মে বাড়িভাড়া ও পূর্ণাঙ্গ উৎসববোনাসের দাবিতে শিক্ষকবন্ধন করে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এই শিক্ষকবন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের আহবায়ক মো.মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মুন্সিগঞ্জ জেলা সদস্য সচিব নূরে আলম বিপ্লব। এই শিক্ষকবন্ধনে আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মো.বিলাল হোসেন ও মো. কামরুজ্জামান, সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রাম জেলার সভাপতি অমৃত কারণ, সাধারণ সম্পাদক বিপ্লব দত্ত প্রমূখ।
শিক্ষকবন্ধনে বক্তারা বলেন, শিক্ষকতার মতো মহান পেশায় শিক্ষকর নিয়োজিত। কিন্তু আমরা বেতন- ভাতার বৈষম্যের শিকার। যা সভ্য সমাজে কাম্য হতে পারে না। এমপিওভূক্ত শিক্ষকদের জন্য মাত্র এক হাজার টাকা বাড়িভাড়া দেওয়া হয়। এই ১ হাজার টাকা দিয়ে বাংলাদেশের কোথাও বাড়ি ভাড়া পাওয়া যাবে না। এটি উপহাস ছাড়া কিছু নয়। ২৫% ঈদবোনাস দিয়ে এ দুর্মূল্যের বাজারে পরিবারের ২ জনেরও পোষাক-পরিচ্ছদ কিনে দেয়া যায় না। তাছাড়া ঈদে আরও অন্যান্য খরচতো আছেই। এসব মিলে পরিবারের আয়-ব্যয় কোনভাবেই সমন্বয় করা সম্ভব নয়। দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিয়ে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের করতে হবে।
শিক্ষকবন্ধনে জাতীয়করণের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষকদেরকে সরকারি নিয়মে বাড়িভাড়া ও পূর্ণাঙ্গ ঈদবোনাসের দাবি ১৫ দিনের মধ্যে মেনে নিতে সরকারের প্রতি দাবি জানিয়ে তারা বলেন, দাবি না মানা হলে আগামী ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে জেলা প্রশাসক ও ইউএনওর মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে। তারপরও যদি দাবি মানা না হয় আমরা শিক্ষকরা রাজপথে আন্দোলন গড়ে তুলবো।
শিক্ষকদের এই দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় সভাপতি আরিফ মঈনুদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক আয়েনউদ্দিন।
Discussion about this post