বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলা দেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, রমজান কোরআন নাজিলের মাস, আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাস। বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল বলেই এ মাসের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। এই মাসের নামাজ পড়া, রোজা রাখা, কোরআন খতম দেওয়ার পাশাপাশি কোরআনকে বুঝে অর্থসহ পাঠ করা সকলের নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন, সিয়াম সাধনার মাধ্যমে কোরআনকে আয়ত্ব করতে হবে। কোরআনের আলোকে নিজের জীবন গড়ে তুলতে হবে এবং পরিবার ও সমাজকে কোরআনের আলোকে সাজাতে পারলেই রমজান সার্থক হবে। মাওলানা মামুনুর রশিদ নূরী ২৫ মার্চ ২০২২ইং বাদ মাগরিব লোহাগাড়া উপজেলার হাটখোলা মুড়া ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত ইছালে ছাওয়াব ও সীরাত মাহফিলে প্রধান মুফাস্সিরের আলোচনায় উপরোক্ত কথা বলেন। হাটখোলা মুড়া ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে ষ্টেশন প্রাঙ্গণে হযরত আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো বক্তব্য রাখেন লাহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, চুনতির মাওলানা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, ইউপি মেম্বার মুহাম্মদ ওসমান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা নুরুল আমিন দেওয়ান, মাওলানা হাফেজ ফেরদৌস, মাওলানা হাফেজ আবদুল মাবুদ, মাওলানা সাদেকুর রহমান,
মাওলানা ছৈয়দ আহমদ আনসারী প্রমুখ।
মাহফিল শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রধান
ওয়ায়েজীন এবং তাবারুক বিতরণ করা হয়।
Discussion about this post