রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক। তিনি আগামী চার বছর উপাচার্যের দায়িত্ব পালন করবেন। ২৩ মার্চ ২০২২ তারিখের প্রজ্ঞাপনমূলে পাঁচটি শর্তে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ বিষয়ে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিনি এই নিয়োগে সত্যিই অনেক আনন্দিত। বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে যা যা করার দরকার তিনি সবই করবেন।
কিন্তু প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হলেও জানা গেছে, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক অদ্যাবধি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য পদে যোগদান করেননি। বরং আগামী ৩০ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন নির্বাচনে তিনি প্রতিদ্বন্দিতা করছেন। আইন অনুষদের ডিন পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতিনিধিত্বকারী হলুদ দলের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে তিনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে ডিন নির্বাচনে অংশ নিচ্ছেন বলে তথ্যসূত্রে জানা গেছে। সচেতন শিক্ষক মহলের আশঙ্কা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক উপাচার্য পদে যোগদানের আদেশ বিলম্বিত করার চেষ্টা করছেন মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন নির্বাচনে অংশ নিয়ে তিনি নির্বাচিত হলে ডিনের দায়িত্বভার নিজের পছন্দের অন্য কাউকে হস্তান্তর করার উদ্দেশ্যে। উপাচার্য পদে নিয়োগ পেয়েও যোগদান না করে ডিন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার এই ঘটনা নজিরবিহীন এবং মহামান্য রাষ্ট্রপতির আদেশের অবজ্ঞা বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন। এবিষয়ে তাঁর মুঠো ফোনে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন আমি একটা মিটিং আছি বিকেল চারটায় আমি আপনাকে ফোন দিবো।
Discussion about this post