বান্দরবান থানছি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ১নং ওয়ার্ডের, দুর্গম কেসমন পাড়ার হাবৈরুং ত্রিপুরা(১৪)কে অপহরণের অভিযোগ পরিবারের। ৯ দিনে ও খোঁজ মিলেনি তাঁর। অভিযুক্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা,বাইশারী ইউনিয়ন,১নং ওয়ার্ডের,ক্যাথোয়াই পাড়ার,রেজাউল করিম টিপু(৪০) পিতা মৃত কবির মাস্টারের বিরুদ্ধে।
নিখোঁজ কিশোরীর পিতা বিসম্ভ ত্রিপুরা জানান, মোঃ রেজাউল করিম টিপু,রেমাক্রি দলিয়ান পাড়ায় গত ২ মাস ধরে, ঠিকাদার আনিসুল ইসলাম সুজনের রাস্তার কাজের কেরানি হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন কাজে পাড়ায় যাতায়াত করতো।সেই সুবাদে পরিচয় হয়। এবং দেখা সাক্ষাৎ হতো, পরিচয় সুত্রে আমার ছোট মেয়ের সাথে কয়েকবার কথাবার্তা বলতে দেখি। আমি নিষেধ করি এতে সে আমার কোন কথার কর্নপাত করতো না ভয়ভীতি দেখাতো।
১৮ই মার্চ সকালে মেয়েকে বাড়িতে না দেখে পাড়ায় খোঁজাখুজি করি। এসময় পাড়া কারবারি স্ত্রী খুঁফইরং ত্রিপুরা আমাকে জানায়,আমার মেয়েকে চাকুরির কথা বলে রেজাউল করিম টিপু সকালে নিয়ে গেছে। সারাদিন কোন খোঁজখবর না পেয়ে।পরের দিন ওয়ার্ড মেম্বার জন ত্রিপুরাকে বিষয়টি অবগত করি।তিনি রেমাক্রি ইউনিয়ন চেয়ারম্যান মং শৈই থুই মার্মা রনি ও রাস্তার নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার আনিসুল ইসলাম সুজনের সাথে তাঁর কর্মচারী বিষয়টি নিয়ে আলোচনা করে সহযোগিতার আশ্বাস দেন কিন্ত ৯ দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত কোন রকম সহযোগিতা পাইনি।
ঘটনার বিষয়ে জানতে রেমাক্রি ১নং ওয়ার্ড মেম্বার জন ত্রিপুরার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।কেনো নিখোঁজ কিশোরীর বিষয়ে তার পিতাকে আইনগত ব্যাবস্থা গ্রহন করতে পরামর্শ বা সহায়তা দেননি এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।
এ বিষয়ে রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মং শৈই থুই মার্মা রনির সাথে যোগাযোগের চেস্টা করেও তাকে পাওয়া যায়নি। ঠিকাদার আনিসুল ইসলাম সুজনের মুঠোফোন একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।
]এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদিপ্ত রায় জানান, কিশোরীকে অপহরণের বিষয়ে অপহৃতের পরিবার একটি সাধারণ ডায়েরি করেছে। তদন্তপূর্বক কিশোরীকে উদ্ধার এবং পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করবো।
এদিকে অপহৃতের পরিবার হতে থানায় মামলা দায়েরের না করার জন্য রেজাউল করিম টিপু স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে অপহৃতের পিতা বিসম্ভ ত্রিপুরাকে মোবাইল ফোনে হুমকি প্রদান করছে বলে জানায় বিসম্ভ ত্রিপুরা।
Discussion about this post