পটিয়া আমির ভান্ডার শরীফের বার্ষিক ওরশের প্রস্তুতি সভা শুক্রবার বাদে মাগরবি আমির
ভান্ডার শরীফ গাউছিয়া আমিরিয়া খলিল মনজিল প্রসঙ্গনে বিভিন্ন জেলা উপজেলার
ভক্তবৃন্দদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়।
হযরত আমিরুল আউলিয়া মাওলানা শাহসূফী সৈয়দ আমিরজ্জমান শাহ (ক,) এবং তার
পৌপুত্র পীরে কামেল হযরতুলহাজব আল্লামা শাহসূফী সুলতান সৈয়দ আবু ইউসুফ শাহ
আমিরভান্ডারী (ক,)’র ২৭ বৈশাখ ১০ মে বেছাল বার্ষিকী ওরশ শরীফ স্মরণে জশনে ঈদে
মিলাদুন্নবী (দ,) উপলক্ষেএ প্রস্তুতি সভার আয়োজন করেন। পীরজাদা হযরত মাওলানা
সৈয়দ আমির উদ্দীন শাহ আমিরভা-ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ
মোরশেদুল হক আল কাদেরী, হাফেজ মাওলানা আবদুল আজিজ কাদেরী, গাউছিয়া
আমিরিয়া রহমানিয়া খেদমত কমিটির সেক্রেটারী অধ্যাপক মো. ইউনুছ, কমিটির
সার্বিক সাধারণ সম্পাদক বশর জিলানী, সংগঠনটিক মুহাম্মদ লোকমান
তালুকদারসহ কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন জেলা উপজেলা শাখা উপশাখা কমিটি দরবার
শরীফের ভক্তবৃন্দরা উপস্তি ছিলেন। বার্ষিক ওরশ শরীফ সফল করার জন্য আমির ভান্ডার দরবার শরীফের
সকল ভক্তবৃন্দদের প্রতি নির্দেশনা দেন।
Discussion about this post