পাহাড়ি গরুর জাত উন্নয়ন ও দুগ্ধবতী গাভী পালনের আধুনিক কৌশল বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার হতে কাপ্তাই উপজেলা বিআরডিবি মিলনায়তনে শুরু হয়েছে।
কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রাণীসম্পদ অফিসের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় এই প্রশিক্ষণে ২ টি ব্যাচে ৫০ জন খামারী অংশ নিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন। এইসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, উপজেলা ফ্যাসিলিটিটর ঝিমি চাকমা, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা চিং হ্লাউ মারমা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের আধুনিক কৌশল ব্যবহার করে সফল উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য উদ্বুদ্ধ করেন।
ইউজিডিপি প্রকল্পের উপজেলা ডেভেলেপম্যান্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা জানান, এ বছর সাতটি প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্পের সহায়তায় মোট ৪৩৫ জনকে প্রশিক্ষণ দেয়া হবে।
Discussion about this post