চট্টগ্রাম উপজেলার আনোয়ারা পিএবি সড়কে তৈলারদ্বীপ কাঁচা বাজার থেকে পাঁচ হাজার সাতশত পিস ইয়াবাসহ রুবেল বিশ্বাস (২৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। সোমবার (২৮শে মার্চ ) দুপুরে তাকে আটক করা হয়। রুবেল বিশ্বাস বাঁশখালী উপজেলার নানুপুর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে থাকে আটক করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার জানান, এক ব্যক্তি ইয়াবা নিয়ে যাওয়ার সময়ে – এমন গোপন সংবাদ পেয়ে দুপুরের দিকে তৈলারদ্বীপ সরকার হাট কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা পাঁচ হাজার সাতশত পিস ইয়াবা জব্দ করা হয়। তার সাথে থাকা আরমান নামের আরেক আসামি পালিয়ে যেতে সক্ষম হয় ।রুবেল বিশ্বাসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরন করা হবে।
Discussion about this post