রেজি তথ্য

আজ: সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে প্রাণি সম্পদ অধিদপ্তরের দুই কর্মকর্তা ও এক ঠিকাদারকে কারাদণ্ড দিয়েছে আদালত

ডেক্স নিউজ

চট্টগ্রামে প্রাণি সম্পদ অধিদপ্তরের দুই কর্মকর্তা ও এক ঠিকাদারকে এক বছর নয় মাস দণ্ড দিয়েছে আদালত। সরকারী প্রকল্পের ১০ লাখ টাকা আত্মসাতের দায়ে এক যুগেরও বেশি সময় পর আজ এ রায় দেন । এছাড়া করা হয়েছে ১১ লাখ টাকার বেশি জরিমানা। সোমবার (২৮ মার্চ) বিচারের প্রক্রিয়া শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। দণ্ডিতরা হলেন- প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক মো. আলী আকবর ও ছাগল উন্নয়ন কর্মসূচির সেসময়ের ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর আলেক মণ্ডল এবং ঐ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান আলম ট্রেডিং করপোরেশনের মালিক মো. মাহবুব আলম।
বিষয়টি নিশ্চিত করেন দুদকের পিপি মাহমুদুল হক মাহমুদ। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। দণ্ডবিধির ৪০৯ ধারায় তিনজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড, মোট ১১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেকের তিন মাসের সাজা দিয়েছেন আদালত।
তিনি আরও বলেন, এছাড়া দণ্ডবিধির ৪৭৭ ধারায় ছয় মাস করে সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সাজা। আর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় প্রত্যেকের তিন মাস করে সাজা, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সাজার আদেশ হয়েছে।
মাহমুদুল হক মাহমুদ বলেন, হাটহাজারী উপজেলায় পশু সম্পদ অধিদপ্তরের দারিদ্র্য বিমোচনে ছাগল উন্নয়ন প্রকল্পের সীমানা দেয়াল নির্মাণের কাজ না করে পরস্পর যোগসাজশে আসামিরা ১০ লাখ ২৯ হাজার ৫৮২ টাকার বিল তুলে আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ আনা হয়।
২০০৯ সালের ২৯ জুন সে সময়ের দুর্নীতি দমন ব্যুরো মামলাটি করে ছিলেন। ২০১০ সালের ২৮ এপ্রিল অভিযোগপত্র দেওয়া হয়। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার ২৮মার্চ এ রায় প্রদান করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১