রেজি তথ্য

আজ: শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে এমবিবিএস ভর্তিযুদ্ধে এবার লড়বেন ১৪ হাজার পরীক্ষার্থী, পরীক্ষা হবে নগরের ৭ কেন্দ্রে

ডেক্স নিউজ

  ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় চট্টগ্রামে এবার প্রায় ১৪ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আগামী ১ এপ্রিল নগরের ৭টি কেন্দ্রে সকাল ১০টায় এ ভর্তি পরীক্ষা শুরু হবে। গত দুই বছরে  পরীক্ষার্থী বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। ২০২০-২১ শিক্ষাবর্ষে ১০,৯০৫ জন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৬,২১১ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধীনে এবার মোট পরীক্ষার্থী ১৩,৮৯১ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ২৮টি হলে ২,৪৫১ জন, চট্টগ্রাম সরকারি কলেজে ২৮টি হলে ২,৩৪৮ জন, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ১৭টি হলে ১,৬০৭ জন, এমইএস কলেজে ২০টি হলে ২,১৫৫ জন, চট্টগ্রাম মহিলা কলেজে ১৪টি হলে ১,৫৫০ জন, বাওয়া স্কুল অ্যান্ড কলেজে ২১টি হলে ১,৯৪০ জন এবং ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজে ১৭টি হলে ১,৮৪০ জন পরীক্ষায় অংশ নেবেন। চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যবেক্ষক হিসেবে শিক্ষকরা ছাড়াও স্বাস্থ্য অধিদফতরের ৭ জন কর্মকর্তা এবং একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। প্রতিটি প্রশ্নের মান ১। এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়। পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বর (মোট ১০০) থাকবে। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১