স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যয়বহুল আয়োজন, ক্ষোভ প্রকাশ করলেন শিক্ষকেরা
২৬ মার্চ স্বাধীনতা দিবস, সারাদেশব্যাপী বর্ণিল আয়োজনে পালিত হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক এক জমকালো আয়োজনের মাধ্যমে পালিত হয় এই দিন। সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় সেজেছে নানান সাজে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজন করে মুক্তিযোদ্ধাদের সম্মান স্মারক প্রদান অনুষ্ঠানসহ কনসার্টের। কনসার্টে আসেন দুই দল শিরোনামহীন, মাইলস। সম্পূর্ণ আয়োজন সকলে উপভোগ করলেও ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক। বিশ্ববিদ্যয়ের কনসার্টের আয়োজন ব্যয়বহুল যা অপ্রাসঙ্গিক বলে দাবী তাদের৷
কনসার্টের জন্যে বরাদ্দকৃত অর্থ পরিমাণের তালিকায় দেখা যায় শিল্পীদের দলকে আনতেই ৪ লাখ ২০ হাজার টাকা অর্থ বরাদ্দ হয়, আবার সাজ সজ্জাতেও ৪ লাখ টাকার অর্থ ব্যয় হয়।এছাড়াও নানান খাত মিলিয়ে সবমোট বাজেট দাঁড়ায় ২২ লাখ টাকা। যেখানে স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধাদের জন্যেই কেবল বাজেট নির্ণয় করা হয় মাত্র ২ লাখ ৫০ হাজার টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমন প্রকল্পে হতাশ এবং ক্ষোভ প্রকাশ করেন অনেক শিক্ষকই। সকলের ধারণা, বিশ্ববিদ্যালয়ের মত স্থানে গবেষণা বা শিক্ষা উন্নয়ন খাতে এতটা অর্থ বরাদ্দ করা হয় না। শিক্ষার্থীদের নানান মৌলিক অধিকারের প্রতিও সচেতন নন বিশ্ববিদ্যালয়। তার উপরে দ্রব্যমূল্যের এমন ঊর্ধগতির সময়ে বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজন অবিবেচকরের পরিচায়ক৷ যেখানে সর্বোচ্চ সম্মানীয় বীর মুক্তিযোদ্ধাদের জন্যেই তেমন কিছু করা হচ্ছে না।
Discussion about this post