মানুষ ধর্মের অমৃতবাক্য ভুলে গিয়ে আজ পরিত্রানহীন অন্ধকারের দিকে। লোভের তুচ্ছ মোহে আবদ্ধ হয়ে মানুষ সত্য ও সুন্দরের পথে পাপকে বিষর্জন দিয়ে মুক্তি পেতে পূণ্য স্নানে অংশ নিয়েছেন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্তবৃন্দ। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী নদীর তীরে পারকী সৈকতে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে পূণ্য স্নান ও বারুনী মেলা। সেই আদিকাল থেকেই করতোয়া নদীর জল হিন্দুধর্মালম্বীদের কাছে পূর্ণ পবিত্র। শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলেছে স্নান ও মেলা। হিন্দু ধর্মালম্বী ভক্ত গণের বিশ্বাস-সাগরে গঙ্গা স্নান খুবই পূণ্যের। এ স্নানে ব্রক্ষ্মা সন্তুষ্ট লাভ করে পাপ মোচন হয়। এই বিশ্বাসের অন্ততুষ্টি নিয়েই দেশের সহ ভারতের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্তবৃন্দরা এসেছেন পারকী সমুদ্র সৈকত এলাকায় । এখানে পূণ্য স্নানকে ঘীরে শুরু আথীথিয়তা। মেলা প্রানবন্ধ করতে বসেছে নাগোর দোলা, পুতুল নাচ, আর পরসা বসিয়েছে শাখা সিদুর, তালপাখা, শিশু খেলনা, প্রসাধনী, মিষ্টির দোকানের। গৃহস্থলীর সব কিছুই মিলছে এই মেলায়। এ পূণ্য স্নানে পারকী সমুদ্র সৈকত এলাকায় প্রায় ১ বর্গ কি.মি. তীর্থ স্থানটিতে বিভিন্ন বয়সির ধর্মপ্রাণ ও পূর্ণার্থী মানুষের কোলাহলে মুখরিত হয়ে ওঠে। স্নান সম্পন্ন করার পর মন্দিরে গঙ্গা পূঁজা ও ষষ্ঠী পূঁজা অনুষ্ঠিত হবার পর প্রসাদ বিতরণ হয়েছে। কমতি ছিলোনা আইন শৃংখলা বাহীনীর মহড়া।
Discussion about this post