কক্সবাজারের ঈদগাঁওতে আজ (১ এপ্রিল) শুক্রবার অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতার কবিতা উৎসব। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রাতে উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, স্বাধীনতার কবিতা পাঠ, স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন ও আঞ্চলিক লোক সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষপূর্তির ত্রিকাল সম্মিলন উদযাপন উপলক্ষে সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও এ উৎসবের আয়োজন করে। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে বক্তব্য দেন রামু- কক্সবাজার আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট, কর্নেল (অবসরপ্রাপ্ত) ফোরকান আহমেদ, কক্সবাজারের সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক আবু তালেব। উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি মমতাজ উদ্দীন বাহারি, ইঞ্জিনিয়ার বদিউল আলম, প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও এর সভাপতি রেজাউল করিম শিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাফি আনোয়ার ও প্রধান সমন্বয়ক আজাদ মনছুর। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে ২টি স্টল খোলা হয়েছে। সকালে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উৎসবে জেলার বিভিন্ন স্থান থেকে কবি-সাহিত্যিকদের সমাগম ঘটে। উল্লেখযোগ্য লেখক ও কবি- সাহিত্যিকদের মধ্যে ছিলেন সাংবাদিক মোঃ নুরুল ইসলাম, কবি রুহুল কাদের বাবুল, কবি অধ্যাপক সিরাজুল হক সিরাজ, কবি সোহেল ইকবাল, কবি হুমায়ুন সিদ্দিকী, মনজুর আলম, কবি মনির ইউসুফ, কবি আবুল মঞ্জুর, কবি নিলয় মাহমুদ, কবি নোমান, জসিম উদ্দিন, মিজান মনির, কানিজ ফাতেমা প্রমুখ। আয়োজক সংগঠনের পক্ষে ছিলেন আব্দুস সালাম, সেলিম রেজা, দিল মোহাম্মদ, আবছার কামাল, হাসান তারেক, জয়নাল আবেদীন, এডভোকেট জুলকারনাইন জিল্লু, সাইফুল ইসলাম, গিয়াস উদ্দিন, কুতুব রানা। আরো ছিলেন রাজিবুল হক রিকু, মিজানুল হক, মিজানুর রহমান, সাজ্জাদ হিরুসহ অনেকে। উৎসব উপলক্ষে বিদ্যালয় মাঠকে বর্ণিল ভাবে সাজানো হয়। সাংস্কৃতিক পর্বে রামুর মিউজিক ইনস্টিটিউটের শিশু শিল্পীবৃন্দ এবং আঞ্চলিক গানের শিল্পী বুলবুল আক্তারসহ অনেকে গান পরিবেশন করেন।
Discussion about this post