চিকিৎসা সেবায় অনেক এগিয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সটি। শনিবার (০২ এপ্রিল) হাসপাতাল ঘুরে দেখা যায়,ছোট শিশু থেকে সব
বয়সের পুরুষ ও মহিলাদের দীর্ঘ লাইন। সবাই বিভিন্ন ডোজ টিকা নিচ্ছে লাইনে
দাড়িয়ে। দুপুর দেড়টার পরেও দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকা লোকজনকে সেবা দিয়ে যাচ্ছে
চিকিৎসক,নার্স,আয়া থেকে হাসপাতালের কর্মরত সবাই। চিকিৎসা নিতে আসা লোকজনের যে
কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধান দিচ্ছে চিকিৎসকেরা। সার্বিক সেবা কেন্দ্র
গুলো তদারকি করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আর এমও) । পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলা থেকে চিকিৎসা সেবা নিতে আসা সেলিম উদ্দিন (৩৩)
বলেন, ‘আমার স্ত্রী গর্ভবতী। বর্তমান পরিস্থিতিতে তার শারীরিক অবস্থা চেকআপ
করতে চমেক নেওয়াও সম্ভব হচ্ছেনা। আশপাশের এলাকায়ও মান সম্মত কোনো প্রাইভেট হাসপাতাল থাকলেও বিভিন্ন কারনে সেখানে নেয়া হয়নি। তাই তাকে নিয়ে এখানেই এসেছি সেবা নিতে। এর আগেও এখানে ডাক্তার দেখিয়েছি। এই উপজেলা হাসপাতালের সেবার মান যথেষ্ট ভালো। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আর এম ও) ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ এ প্রতিবেদককে বলেন, ‘প্রতিদিন প্রচুর রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসছে বাইরের রোগীদের চাপ সামলাতে হচ্ছে। হাসপাতালের হটলাইনে সার্বক্ষণিক যোগাযোগ করার
সুযোগ রাখা হয়েছে। তিনি আরো বলেন, চলতি বছরের মার্চ মাসে আউটডোর চিকিৎসা সেবা
পেয়েছে ১৩৬৯৩জন,ইমার্জেন্সি ৩১০৭জন,ইনডোর ভর্তি রোগী ৬৪১জন,নরমাল ডেলিভারি ৮৯জন,সিজারিয়ান ডেলিভারি ০৩জন।
Discussion about this post