শনিবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম নগরের ১৪ নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের ৩টি ইউনিটের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে “গ” ইউনিট এর সাধারণ সম্পাদক সমির দে অভিযোগ করেন, রমজানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রনে প্রধানমন্ত্রী টিসিবির মাধ্যমে ভূর্তুকি মূল্যে ১ কোটি দরিদ্র পরিবারের মাঝে বিশেষ কার্ড প্রদান এর নির্দেশনা দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় লালখান বাজার এলাকায় অধিকাংশ দরিদ্র পরিবার এই কার্ড পেতে বার বার কাউন্সিলর অফিসে ধর্না দিয়েও সেই কাংখিত কার্ড পায়নি মর্মে আওয়ামী লীগ ওয়ার্ড নেতৃবৃন্দের নিকট অভিযোগ করেছেন । অথচ কাউন্সিলর তার সন্ত্রাসী পেটোয়া বাহিনীর সদস্য ও তার নিজের একান্ত অনুগত পরিচিত জনদের এই কার্ড বিতরন করেছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে ।
তিনি বলেন, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আবুল হাসনাত মো: বেলাল বেপরোয়া হয়ে দলীয় নেতাকর্মীদের ব্যাপক নির্যাতন নীপিড়ন ও মামলা হামলায় ব্যস্ত হয়ে পড়ে । গত এক বছরে সে ওয়ার্ডের সামগ্রিক সকল উন্নয়নমূলক কর্মকান্ড বাদ দিয়ে শুধুমাত্র ক্রোধের বশবর্তী হয়ে শত শত দলীয় কর্মী ও সাধারন জনগনের বিরুদ্ধে এক ডজনেরও বেশী মামলা দায়ের করে ।
তিনি আরো বলেন, কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় জঙ্গী মিছিল করে দলের সাধারণ সম্পাদককে ব্যাক্তিগতভাবে হেয় প্রতিপন্ন ও সংগঠনকে প্রশ্নবিদ্ধ করে দলের সুনাম বিনষ্ট ও আওয়ামী লীগের ভাবমূর্তি চরম ক্ষতিসাধিত করেছে। কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল এর উপস্থিতিতে দিদারুল মাসুমের কুশপুতুলিকা দাহ করে এলাকার জনমনে ভীতি সঞ্চারপূর্বক ত্রাসের রাজত্ব কায়েম করে ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালখান বাজার ওয়ার্ড “ক” ইউনিট সভাপতি শফিউল আজম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরণ, “খ” ইউনিট সভাপতি এস এম ইব্রাহিম সাধারণ সম্পাদক আসলাম হোসেন মাসুম, “গ” ইউনিট সভাপতি নুরুল আলমসহ স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Discussion about this post