বিশ্ব পানি দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ৪ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ “কিন্নরী” তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ভূগর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ দৃশ্যমান প্রভাব” প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা পূর্বে উপজেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে আবারও প্রশাসন ভবনে এসে শেষ হয়।
Discussion about this post