চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর কাছে আল মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন জমির উদ্দিন, রোজাদারদের জন্য ১৫শ কেটি খেজুর হস্তান্তর করেন। এসময় মেয়র বলেন, মাহে রমজান মহান আল্লাহর কাছে আত্ম নিবেদদের মাস। এ মাসে বেশি বেশি এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নিজেকে উজাড় করে দিতে হবে। তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো রমজানের শিক্ষা। দুস্থদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। তিনি এই পবিত্র রমজান মাসে বিত্তবানদের সমাজের হতদরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এসময় প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, আল মানহিলের মো. শরিফ উদ্দিন জমির উদ্দিন, আশরাফ হোসেন প্রমুখ।
Discussion about this post