র্যাব-৭, অভিযানে কক্সবাজার জেলার পেকুয়া এলাকা হতে ওয়ারেন্টভুক্ত ৩ মামলার আসামী কুখ্যাত ডাকাত মোঃ ইউনুছ ওরফে গুরাইয়া (৩০) ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ২টি ওয়ান শুটারগান, ১টি এলজি ২ রাউন্ড কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ উদ্ধার করা হয়।
পেকুয়া থানাধীন মগনামা এলাকায় কুখ্যাত ডাকাত মোঃ ইউনুছ ওরফে গুরাইয়া ডাকাতসহ আরও কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তার বসত ঘড়ে একত্রিত হয়ে অপরাধ সংঘটনের জন্য
সলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল সন্ধ্যা ৭ টায় আভিযানিক দল অভিযান চালিয়ে তার ঘর ঘেরাও করে আসামী মোঃ ইউনুছ ওরফে গুরাইয়া ডাকাতকে আটক করে। সে স্হানীয় আবজালিয়া পাড়ার হাফেজ আশরাফ আলীর পুত্র।
Discussion about this post