বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে নাথ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের চট্টগ্রাম আনোয়ারা উপজেলার গৃহহীন ও বিধবা শেলি আকতার (২৭) পেলো মাথা গোঁজার ঠাঁই। জানা যায়, আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শেলকাটা গ্রামের বিধবা শেলি আকতার (২৭) অভাব-অনটনের সংসারে এক মেয়ে নিয়ে কোনরকমে দিন অতিবাহিত করছিল। ভূমিহীন স্বামী
নুরুছাফা মারা যাওয়া পর শেলি যখন অন্ধকার দেখছিলেন ঠিক তখনই আলোর মশাল হাতে নিয়ে হাজির হয় আনোয়ারা থানা পুলিশ। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে ও স্থানীয় দানশীল ব্যক্তি আলহাজ্ব হাসানুর রশীদ ২৭ বছরের বিধবা হতদরিদ্র শেলি আকতারকে এককাটা জমি রেজিষ্ট্রিকৃত দৃষ্টিনন্দন, টেকসই ও ভূমিকম্প সহনশীল আধুনিক ৩ কক্ষের বাড়ি যাহা তাপ প্রতিরোধী চালযুক্ত, আলাদা টয়লেট, কিচেন, টিউবওয়েল, বৈদ্যুতিক ওয়্যারিং, লাইট ফ্যান, পরিবেশ বান্ধব সাশ্রয়ী চুলাসহ উপহার দেয়া হচ্ছে। এলাকাবাসীর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির সহ আনোয়ারা থানার অফিসারবৃন্দ। এদিকে রবিবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় মুজিববর্ষ উপলক্ষ্যে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি ড. বেনজীর আহমেদ।
Discussion about this post