ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (৪৫)। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
আমজাদ হোসেন ক্যান্সার রোগে ভুগছিলেন দীর্ঘদিন। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য ভারতেও গিয়েছিলেন।
মঙ্গলবার রাত এগারোটায় শিকলবাহা মাস্টার হাট এলাকায় নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহেদুর রহমান শাহেদ।
তাঁর মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, যুবলীগের সভাপতি চেয়ারম্যান সোলাইমান তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহেদুর রহমান শাহেদসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Discussion about this post