সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের নিমিত্ত সমাজের বিত্তবানদের উদ্ধুদ্ধকরন বিষয়ে এক সেমিনার বুধবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলা শাখা এই সেমিনারের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এইসময় তিনি বলেন, ইসলামের অন্যতম স্বম্ভ যাকাত। সকল বিত্তবানদের প্রতি আমাদের অনুরোধ রইল আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের হক আদায়ের পাশাপাশি একটি অংশ সরকারি যাকাত ফান্ডে যাকাত দেওয়া উচিত।
ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার নুরুর নবীর সভাপতিত্বে মডেল কেয়ারটেকার মাওলানা মোহাম্মদ সোলাইমান এর সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক সম্পাদক সম্পাদক ঝুলন দত্ত, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার হোসেন, ১ নং চন্দ্রঘোনা চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাঈনুল হোসেন মনা, ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মঈন উদ্দীন, কাপ্তাই সার্কেল মসজিদের ইমাম আজিজ ছিদ্দিকী।
এইসময় কাপ্তাইয়ের বিভিন্ন মসজিদের ইমামগণ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন
Discussion about this post