রাঙামাটির রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন অটল ৫৬ এর জোন কমান্ডার লেঃ কর্ণেল নূরে উল্লাহ, পি এস সি এর নির্দেশনায় রাজস্থলী আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় রাজস্থলী মৈত্রী বিহার অধ্যক্ষ ধর্মানন্দ মহাথের নিকট উৎসব পালনের লক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) কাপ্তাই জোনের অধীন রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মামুন আহাম্মেদ উপস্থিত থেকে এই সহায়তা কার্যক্রম সম্পন্ন করেন । এইসময় তিনি বলেন ,পার্বত্যঞ্চলে শান্তি শৃংখলা রক্ষায় ‘অপারেশন উত্তরণ’ অধীনে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস পরিশ্রম করে চলছেন।এবং অত্র অঞ্চলের অবকাঠামোগত ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যক্ষভাবে অবদান রেখে চলছেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে অটল ৫৬ বেঙ্গলের রাজস্থলী সাবজোন -অধিনায়ক ক্যাপ্টেন মামুন আহাম্মেদ, সিনিয়র ওয়ারেন্ড অফিসার সাইফুল ইসলাম, সার্জেন্ট ওমর সহ এলাকার জনপ্রতিনিধি, হেডম্যান,কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post