রাউজানে পৃথক অভিযানে১শ লিটার দেশীয় চোলাই মদ ও ১কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এরমধ্যে দু”জন নারী মাদক ব্যবসায়ী।১৩ এপ্রলি বুধবার রাত সাড়ে ১০টায় ভোরে এক গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার এস আই মাইন সঙ্গীয় ফোর্স নিয়ে পাহাড়তলী ইউনিয়নের জগৎপুর আশ্রমের সামনে ইলিয়াস কলোনিতে অভিযান চালিয়ে দুই নারীকে ৬০লিটার পাহাড়ী চোলাই মদ ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত দু”নারী হলেন পাহাড়তলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদিলপুর এলাকায় ফরিদা বেগম ওরফে রোকেয়া বেগম (৫০), রাঙ্গুনিয়া পৌর এলাকার সালমা আকতার (২২)।অভিযান চলাকালে আরমান , সুমাইয়া সহ কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানান পুলিশ।অপরদিকে ১৪ এপ্রলি এস আই আরিফ রহমানের নেতৃত্বে পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী কলেজের সামনে চট্টগ্রাম কাপ্তাই সড়কে পুলিশ চেক পোষ্ট করাকালে পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দাশপাড় এলাকার কাঞ্চন দাশ(২৮) ও বিশু দাশ(১৯)কে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।একইসঙ্গে একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে।রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে রাউজান থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post