নগরীর চান্দগাঁও থানাধীন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বাড়াইপাড়া এলাকার হাজী বজল-ইমরোজ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় স্থানীয় ৬ শতাধিক মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান। অনুষ্ঠানে আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, হাজী বজল-ইমরোজ ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এ রমজানেও ইফতার সামগ্রী নিয়ে এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়িঁয়েছে, আশা করি এটা ভবিষ্যতেও চলমান থাকবে এবং আমাদেরকে মানুষের পাশে থাকার জন্য উৎসাহিত করবে। আমরাও সবসময় এই ফাউন্ডেশন এর পাশে থাকবো। ফাউন্ডেশনটি এলাকার অসহায় ও গরিবদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে গরীব অসহায়, হতদরিদ্রদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করেন, এমন মহৎ কাজে আমরা অনেক অনুপ্রাণিত হলাম, আশা করছি এরা ভবিষ্যতে আরও ভালো কাজ করবে। আমি তাদের এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই। তাদের মতো সমাজের বিত্তশালীদেরও মানুষের সেবায় এগিয়ে আসা উচিত। হাজী বজল-ইমরোজ ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য দৃষ্টান্ত। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, বজল-ইমরোজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক হাজী ইলিয়াছ শেকু, ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ফজল আজিম মাসুম, মহানগর যুবদলের সহ-সভাপতি ম.হামিদ, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপÍর সম্পাদক এম. আবু বক্কর রাজু, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোরশেদ কামাল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহীদুজ্জামান, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইসকান্দর, বিএনপি নেতা মো. জসিম,ফাউন্ডেশন এর সদস্য সচিব আরমান সুফি, সদস্য বেলাল হোসেন ইমন, যুবদল নেতা মো. সরোয়ার, মো.আনিসুজ্জামান, আব্দুর রশিদ,নুরুল আমিন সানবী, জালাল উদ্দিন, নুরুল আজিম রাসু, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, সাইদুল ইসলাম ইমন, মো.কায়েস, সাফায়েত হোসেন সোহান, আবদুল মান্নান, মো.শাহালম, রাজু হাসান, প্রমুখ।
Discussion about this post