৪ শতাধিক রোজাদারকে ইফতার করালেন জালালাবাদ বায়তুর রহমান জামে মসজিদ পরিচালনা কমিটি। আজ বিকেলে মসজিদ অভ্যন্তরে ইফতারের এ আয়োজন করা হয়। ঈদগাঁও বাজারের দারুল ফাতাহ একাডেমি সংলগ্ন সওদাগর পাড়ায় অবস্থিত মসজিদে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ এম, মমতাজুল ইসলাম। ইফতারে ব্যবসায়ী প্রতিনিধি মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, মাওলানা সৈয়দ নুর হেলালি, মেহের ঘোনা শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা নুরুল আজিম, তরুণ রাজনীতিক আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসাইন, ঈদগাঁওর তরুণ প্রতিভাবান লেখক মোহাম্মদ নুরুল হক নুর, প্রধান শিক্ষক ফরিদুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল আজিজ, বৃহত্তর ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী, জালাল আহমদ, নুরুল কবির, নুরুল হুদা, কামাল উদ্দিন, স্থানীয় আলেম উলামা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় অনেকেই অংশ নেন। ইফতারের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুস সালাম। এ উপলক্ষে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিশিষ্ট আলেমরা আলোচনায় অংশ নেন।
Discussion about this post