সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। ১৮ এপ্রিল,সোমবার, বিকেলে উপজেলা ডিজিটাল কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় পরিচিতি পর্ব পরবর্তী সাংবাদিকগণ প্রত্যকে তাদের মতামত ও এলাকার সমস্যা তুলে ধরেন। নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন,মাদক, বাল্যবিবাহ,মাটি কেটে পরিবেশ ধ্বংস এ তিনটি বিষয় জিরো টলারেন্স থাকবেন। অনিয়ম, দুর্নীতির খবর জানানোর জন্য বলেন, যাতে আগে ভাগে ব্যবস্থা নেওয়া যায়। তিনি বস্তুনিষ্ঠ, গঠনমূলক সংবাদ পরিবেশ করে চন্দনাইশের উন্নয়ন ও জনকল্যাণ মূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ব বাস্তবায়ন লক্ষ্য অর্জনে সবার অংশ গ্রহন প্রত্যাশা করছি।
Discussion about this post