চট্টগ্রামের ফটিকছড়ি উপেজলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন সাব্বির রাহমান সানি।তিনি ১৮ এপ্রিল সোমবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করেন। বিদায়ী ইউএনও মহিনুল হাসান এর স্থলাভিষিক্ত হয়েছেন সানি। নবাগত ইউএনও সর্বশেষ বাংলাদেশ রাবার বোর্ড চট্টগ্রাম এর উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ৩৩ তম বিসিএস এর এই চৌকস কর্মকর্তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। দায়িত্বভার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নতুন ইউএনও মো. সাব্বির রাহমান সানি বলেন, যতটুকু জানতে পেরেছি ফটিকছড়ি একটি বিশাল জনপদ। এখানে সমস্যা যেমন আছে, সম্ভাবনাও অনেক। ইউএনও হিসেবে আমার প্রথম পোস্টিং দেশের অন্যতম বৃহত্তম এ উপজেলায়। এটি আমার জন্য কিছুটা চ্যালেঞ্জিং বটে। তবে এখানকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক সহ সবার সহযোগীতা পেলে ফটিকছড়িবাসীর জন্য ভালো কিছু করতে পারবো বলে বিশ্বাস করি। এ সময় দায়িত্ব পালনে ফটিকছড়িবাসীর সহযোগীতা ও দোয়া কামনা করেছেন তিনি।
Discussion about this post