ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ কর্তৃক ‘অনুমোদিত ঈদগাঁও উপজেলার বাস্তবায়ন কার্যক্রম ত্বরান্বিতকরণ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
বাজারের দক্ষিণ পার্শ্বে আলহাজ্ব মনজুরুল হক চৌধুরীর আদর্শ রাবার প্লান্টারস এর প্রধান কার্যালয়ে ২০ এপ্রিল বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উদীয়মান শিল্পপতি আলহাজ্ব মনজুরুল হক চৌধুরী। ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক আলহাজ্ব ছব্বির আহমদ এম, এ-র সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায মতবিনিময়ে আলোচনায় অংশ নেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ডাক্তার আব্দুল কুদ্দুস মাখন, ব্যবসায়ী প্রতিনিধি ছলিম উল্লাহ জিহাদী, ডাক্তার আলহাজ্ব আমির সোলতান, শওকত আলম শওকত, মাওলানা ফাজেল ইবনে শরীফ, মাস্টার ছৈয়দুল আলম হেলালি, আলহাজ্ব ছানা উল্লাহ, বজল আহমদ, শামীম শহীদ চৌধুরী, হারুনুর রশীদ চৌধুরী, জানে আলম, মাস্টার মোকতার আহমদ, কামরুল এহেসান (বাবু), বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুস শুক্কুর প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুরুল আজিম।
গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন হাজী সেলিম উল্লাহ, মোহাম্মদ সরওয়ার কামাল চৌধুরী, জিল্লুল এহেসান বুলু, সাংবাদিক শেফাইল উদ্দিন, ঈদগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার বজলুর রশিদ, প্রবাসী মোহাম্মদ ছৈয়দ, মাওলানা শামসুল আলম, সাংবাদিক এম, শফিউল আলম আজাদ, রাশেদুল আমির চৌধুরী, প্রবাসী আব্দুল করিম, জাফর আলম,
কবি নোমান মাহমুদ, সংবাদকর্মী নাসির উদ্দিন পিন্টু, মোঃ আবু সালেহ, ফোরকান আহমদ, আবু তাহের, ফরিদুল আলম, কৃষকলীগ নেতা শামসুল আলম, সংবাদকর্মী আলা উদ্দিন, আবুল কালাম, মোহাম্মদ সেলিম, শাহাব উদ্দিন, তানজিদ হাসান, মনজুর আলম, আবছার কামাল, মোহাম্মদ ইউনুছ, মাহিম, শামসুল আলম, জামাল উদ্দিন, রুবেল উদ্দিন, ইকবালসহ আরো অনেকে।
বক্তারা দীর্ঘদিনের লালিত স্বপ্ন ঈদগাঁওকে উপজেলায় রূপান্তর করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, অনুমোদিত উপজেলার কার্যক্রম দ্রুত শুরু করলে বৃহত্তর এলাকাবাসী নানা ভাবে উপকৃত হবেন।
এদিকে সংগঠনের উদ্যোগে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Discussion about this post