হযরত শেরে খোদা মাওলা আলী (আলাইহিস সালাম) এর শাহাদাত দিবস ও নবী বংশের ৩০ তম আওলাদ,হুজুর গাউসুল ওয়ারা আল্লামা শাহ্সূফী সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসাইনী আল মাইজভান্ডারী (কাঃছিঃআঃ) কেবলা কাবার চন্দ্র বার্ষিকী উপলক্ষে, মিলাদ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হুসাইনী আল-মাইজভান্ডারি (মাঃজিঃআঃ) উক্ত অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়ার কেন্দ্রীয় মহাসচিব খলিফা শাহ্ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারি,মূফতি বাকিবিললাহ আল আজহারী,মওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদেকপূরী সহ কুমিল্লা আহলে সুননাত ওয়াল জামাতের খলিফা ফিরোজ আহমেদ, খলিফা মানিক খন্দকার সহ অন্যান্য নেতৃবৃনদ ওলামায়ে কেরামগন, কুমিল্লার বিভিন্ন স্থান থেকে আগত খলিফাবৃন্দ, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু ও মইনীয়া যুব ফোরামের নেএীবৃন্দ এবং আশেকানে মাইজভান্ডারি।
পরিশেষে সমগ্র বিশ্বে শান্তি, মুসলিম উম্মাহর একতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসাইনী আল মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ)। কুমিল্লা, কেন্দ্রীয় খানকাহ শরীফ, গর্জনখোলা। আয়োজনেঃ আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও মইনীয়া যুব ফোরাম,কুমিল্লা মহানগর ও জেলা শাখা।
Discussion about this post