দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এবারের ঈদ আয়োজনে কোন ট্র্যাভেল শো দেখছে দর্শকেরা। তুরস্কের বিভিন্ন জায়গা সম্পর্কে অনেক জানা-অজানা গল্প নিয়ে তৈরি এই ট্র্যাভেল সিরিজ। যেখানে হোস্ট হিসেবে রয়েছেন জনপ্রিয় ব্লগার জুটি শেহ্ওয়ার ও মারিয়া। গত ২৭ এপ্রিল রাতে রাজধানীর ১৩৮ ইস্ট রেস্টুরেন্ট বসেছিল এই আসর। যেখানে মূলত ইনফ্লুয়েন্সর, ভিডিও কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবারসহ অনেকই উপস্থিত ছিলেন।
চরকির ঈদ আয়োজনের ‘এলো মুভির ঈদ’-এ শেহ্ওয়ার-মারিয়া তাদের নিজস্ব স্টাইলে তুরস্ক ঘুরিয়ে দেখাবে দর্শকদের। যেখানে তুরস্কর তিনটি বিখ্যাত শহরে ঘুরতে যেয়ে তাদের সাথে বিভিন্ন ঘটনা ঘটে। এছাড়া এই দম্পতির মজার খেলা, স্থানীয় লোকদের সাথে নানা গল্প, অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে তুরস্ককে নতুনভাবে দেখবে দর্শক। এই ট্রাভেল সিরিজে ‘ঘুর ঘুর ঘূর্ণি উইথ শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া’।
চরকি অরিজিনাল ট্র্যাভেল শো ‘ঘুর ঘুর ঘূর্ণি উইথ শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া’-এর প্রথম দুটি পর্ব গত ২৫ এপ্রিল মুক্তি পেয়েছে। ৬ পর্বের এই সিরিজের বাকি পর্বগুলো ২৯ এপ্রিল ও ২ মে রাত ৮টা থেকে চরকির পর্দায় দেখা যাবে।
শেহ্ওয়ার একটি ভিডিও বার্তাতে বলেন, আমার খুব আনন্দ হচ্ছে যে আপনারা সবাই এখানে এক হয়েছেন আমাদের এই ট্র্যাভেল শো দেখার জন্য। আজকে এই অনুষ্ঠানে থাকতে পারলে আরও ভালো লাগত আমাদের। চরকি, গোযায়ান, মারভেলসহ সকল সহযোগী প্রতিষ্ঠানের উপর আমরা কৃতজ্ঞ। আমরা অনেক প্রিভিলেজ ফিল করছি। চরকি এমন আরও কনটেন্ট তৈরি করুক। সকলের জন্য শুভ কামনা।
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, চরকিতে এই প্রথম ট্র্যাভেল সিরিজ আসলো। এটার জন্য আমার ব্যক্তিগত একটা অনুভূতি রয়েছে। ট্র্যাভেলিং আমার মনে খুব কাছের বিষয়। আমি সব সময় ট্র্যাভেলার হতে চাইছিলাম। এখন চরকির মধ্যে ঘূর্ণির মতো ঘুরছি। এই শোয়ের কোলাবরেশনটা খুব চমৎকার হয়েছে। এরকম কনটেন্ট চরকিতে আরও আসবে। চরকির সাথে থাকুন, চরকি দেখতে থাকুন।
Discussion about this post