“ভালো মানুষ ভালো দেশ,স্বর্গভুমি বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন খুলশি সেলের আহবায়ক ইঞ্জিনিয়ার কাজী আরিফুল ইসলামের সভাপতিত্বে চট্টগ্রামে বিশ্ব মেডিটেশন দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ মে) পাহাড়তলী শেখ রাসেল স্মৃতি পার্কে । বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করছে বিভিন্ন ব্যক্তি ও সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিটি মানুষই জীবনে সুস্থতা, সাফল্য এবং সুখ চায়, নিয়মিত মেডিটেশন চর্চার মাধ্যমে যে কেউ তা অর্জন করতে পারে। এ সত্য উপলব্ধি করে সবাই যেন তা অর্জনের পথে এগিয়ে যেতে পারে, এজন্য আমাদের জাতিগত নতুন মনছবি, ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্ণভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালনে সকলের প্রতি আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। ২০২১ সাল থেকে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে দিবসটি। আবিদ বিন হেলাল এর সঞ্চালনায় ধ্যান বা মেডিটেশন এর গুরুত্ব আলোচনা এবং একটি যৌথ মেডিটেশনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন খুলশি সেলের আর্ডেন্টিয়ার খায়রুল জান্নাত, প্রো-আর্ডেন্টিয়ার পাপিয়া সুলতানা,প্রো-আর্ডেন্টিয়ার মনির হোসেন,প্রো-অর্গানিয়ার মো আবদুর রব।
Discussion about this post