বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে। আজ দুঃশাসন-ফ্যাসিবাদ-অন্যায়-অত্যাচার-নির্যাতন সমগ্র বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এখান থেকে বের হতে হবে। অধিকার আদায়ে আমাদেরকে জেগে ওঠতে হবে। মুক্তি হচ্ছে আমাদের একমাত্র পথ। বুধবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন’ আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেছেন আবদুল হাই শিকদার। কবিকে স্মরণ করে বিএনপির মহাসচিব বলেন, ‘কাজী নজরুলকে ভুলতে পারি না। তিনি আমাদের রক্তে, পরিবারে মিশে আছেন। চাইলেও তাকে ভুলে থাকা যায় না, যাবে না। এই ক্ষুদ্র পরিসরে আলোচনা করে কাজী নজরুল সম্পর্কে বলে শেষ করা যাবে না। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে অন্তরীণ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত আছেন। দেশের গণতন্ত্রকামী ৩৫ লাখ লোকের বিরুদ্ধে মামলা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর যে হামলা চালানো হয়েছে তা এ যুগে এসেও আমাদের দেখতে হচ্ছে। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে তরুণ-যুবকদেরকে জাগিয়ে তুলতে হবে। তিনি বলেন, আমরা অন্যের কাছে মাথা নত করে থাকব না। আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের লেজুড়বৃত্তি আমরা করব না, আমরা আমাদের নিজস্ব জাতিসত্তাকে বুকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াব, এর কোনো বিকল্প নেই।
Discussion about this post