ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, এই বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের স্পষ্ট করে বলতে চাই, সবার মূল্যায়ন করা হবে পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে। সুতরাং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অংশ হিসেবে সবাইকে অপারেশনাল কাজের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস সদরদপ্তরের সম্মেলন কে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রকল্প পরিচালকরা, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সব বিভাগ থেকে আসা বিভাগীয় উপরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্য এবং অধিদপ্তরের উপপরিচালকগণসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত ডিজি কর্মকর্তাদের উদ্দেশে তার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের শহিদ সদস্যদের, মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর শহিদদের ও ২ লাখ বীরাঙ্গনা নারীদের এবং বিভিন্ন দুর্ঘটনায় অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া ফায়ার সার্ভিসের কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফায়ার সার্ভিসের মতো একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে তাকে ডিজি হিসেবে নিযুক্ত করায় প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী প্রধান এবং সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি।
Discussion about this post