রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হলো ১৮ ফুট দৈর্ঘ্যের বড় একটি অজগর সাপ। বুধবার(১ জুন) সকালে বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খানের নির্দেশনায় এবং কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের সার্বিক তত্বাবধানে সাপটি অবমুক্ত করা হয়েছে। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গত মঙ্গলবার কাপ্তাইয়ের নতুনবাজার সমতাঘাট এলাকায় কাশেমের বাসায় অজগর সাপটি দেখতে পেয়ে তারা বনবিভাগকে খবর দেন। পরে বনবিভাগের সদস্যরা গিয়ে রাতেই ১৮ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি উদ্ধার করে। যার ওজন প্রায় ২২ কেজি বলে তিনি জানান। এছাড়া সাপটি বুধবার সকালে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান। এইসময় কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন সহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে এর আগেও বেশ কয়েকটি অজগর সাপ ও বনবিভাগের উদ্ধারকৃত বিভিন্ন বণ্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
Discussion about this post