ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হলো আজ। বেলা ১১টায় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এ বছরের ভর্তি যুদ্ধ শুরু হতে যাচ্ছে। নিজের আসনটি নিশ্চিত করতে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ৪৮ জন ভর্তিচ্ছু।
ভর্তি পরীক্ষাকে সামনে রেখে সর্বোচ্চ কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে প্রশাসন। সার্বিক কঠোর নিরাপত্তায় এবছরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ‘গ’ ইউনিটের পরীক্ষার পরে ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট এবং ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে।
‘ক’, ‘খ’, ‘গ’ এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গত বছরের ন্যায় এবছরও ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা।
এবছর মোট ৬ হাজার ৩৫ টি আসনের মধ্যে ‘ক’ ইউনিটের ১ হাজার ৮৫১ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লক্ষ ১৫ হাজার ৭২৬ জন। এ ছাড়া ‘খ’ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৬৫ জন, ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ৭০৪ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে ৭৮ হাজার ৪৫ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৪৪০ জন। এ হিসেবে মোট আবেদনকারীর সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ৪৮০ জন এবং প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৮ জন।
গত বছরের ন্যায় এবছরও শিক্ষার্থীদের সুবিধার দিকটি বিবেচনায় নিয়ে ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
পরীক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ভোরের কাগজকে জানান, আমাদের ভর্তি পরীক্ষা মোট পাঁচটি। আমাদের পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়েই নেওয়া হবে। পাঁচটি ভিন্ন ভিন্ন দিনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই পরীক্ষা বিষয়ক সর্বোচ্চ নিরাপত্তার জন্য প্রতিটি পরীক্ষার ইউনিট প্রধানগণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে সার্বিক বিষয়ে এগুচ্ছেন।
সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রশাসনের অবস্থান তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানী ভোরের কাগজকে বলেন, ঢাবি ভর্তির পরীক্ষা একটি পাবলিক পরীক্ষা। গত পাঁচ বছর ধরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত বছর থেকে নতুন আঙ্গিকে ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় কেউ কোনো ধরনের অপরাধ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থাগুলো দিনরাত কাজ করছে। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কোনো ধরনের মিথ্যাচার, ভূয়া সংবাদ, গুজব ইত্যাদিতে বিভ্রান্ত না হতে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবককে আহ্বানও জানান তিনি।
Discussion about this post