রাঙামাটি জেলা পরিষদের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যােগে অংশীজনের অংশগ্রহণ দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (১৩জুন) কর্মশালাটি ভিডিও কনফারন্সর মাধ্যম উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) আলেয়া আক্তার। কর্মশালাটি পরিচালনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম। উদ্বাধনী বক্তব্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) আলেয়া আক্তার বলেন মন্ত্রণালয় এবং আওতাধীন সংসদ সমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি,স্বছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহিতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সরকারের প্রকল্প বাস্তবায়ন করা যায়। তিনি বলেন,পরিষদের উন্নয়নমূলক কাজগুলা সঠিক এবং স্বচ্ছতার সাথে করতে হলে কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণের বিকল্প নাই। এজন্য দাপ্তরিক কর্মকান্ড স্বচ্ছতা বদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ, কর্মসম্পাদন গতিশীলতা আনিয়ন ও সবার মান বৃদ্ধি এবং আর্থিক ও সম্পদ ব্যবস্হাপনা উন্নয়নের মাধ্যমে এলাকার আর্থ সামাজিক অবস্থান উন্নয়নের স্বার্থ সবাইকে কাজ করে যেতে হবে। তিনি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে দক্ষ জনসম্পদ সৃষ্টিত জেলা পরিষদের উদ্যােগ গ্রহণকে স্বাগত জানান। কর্মশালায় হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং পরিষদের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
Discussion about this post