রেজি তথ্য

আজ: শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বৃষ্টির জলে তাল-মাতাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল

হোসেন বাবলা :

গত দুদিন ধরেই বর্ষা ও প্রবল বৃষ্টির পানি জমে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকা জলে তাল-মাতাল অবস্থায় রোগিদের চিকিৎসা সেবা নিতে দেখা গেছে। বৃষ্টি ও জোয়ারের পানি হাসপাতালের নিচতলায় পানি উঠা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুন) রাত থেকে থেমে থেমে হওয়া বৃষ্টিতে হাসপাতালের নিচতলায় হাঁটুপানি পানি জমে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। এছাড়া শুক্রবার (১৭ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আজ শনিবার(১৮জুন) ভোর থেকে প্রবল বৃষ্টির পানি জমে রোগীদের অবর্ণনীয় দুর্ভোগ পড়তে হয়েছে।হাসপাতালে মেয়েকে নিয়ে আসা সজিব বিশ্বাস জানান, আমার মেয়ের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে আজ ৪/৫দিন। গতকাল সকালে ওআজ কিছু জরুরি ওষুধের প্রয়োজন দরকার পড়ে। নিচতলার পানি ও রাস্তার পানি পার হয়েই আমাকে ওষুধ আনতে হয়েছে। আলী হোসেন নামে আরেকজন বলেন, বৃষ্টি হলেই মা ও শিশু হাসপাতাল এলাকায় পানি উঠবে, এটাই যেন নিয়ম হয়ে গেছে। গত বছর সিডিএর কর্মকর্তারা বলেছিলেন, এ বছর এই এলাকায় পানি উঠবে না। কিন্তু আবারও হাসপাতালের নিচ তলাসহ আশপাশের এলাকায় পানি উঠে গেছে। হাসপাতাল সূত্র জানায়, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পুরাতন ভবনের নিচ তলায় এখন রোগী থাকে না। রোগীদের এখন দ্বিতীয় তলা ও নতুন ভবনে চিকিৎসা দেওয়া হয়। পুরাতন ভবনের নিচ তলাটি অফিস রুম ও চিকিৎসকের কক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পানি উঠায় হাসপাতালে আসা রোগী ও স্বজনদের চলাচলের জন্য নিচ তলায় ইট বিছিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা শেখ হারুন উর রশিদ বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। থেমে থেমে বৃষ্টিপাত আজও অব্যাহত থাকবে। তবে একধারে বৃষ্টি হলে ভূমিধ্বস হতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১